দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে ‛পিএম কেয়ার্স ফান্ড’ গঠন করেছিল মোদী সরকার। এই তহবিলে বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত তাদের সামর্থ্য অনুযায়ী অনুদান দিয়েছিল। এখন খবর আসছে যে সুপ্রিমকোর্ট প্রধানমন্ত্রী কেয়ার্স ফান্ডে জমা অর্থকে জাতীয় দুর্যোগ ত্রাণ তহবিল অর্থাৎ এনডিআরএফ-এ স্থানান্তর করার আদেশ দিতে অস্বীকার করেছে। সুপ্রিমকোর্ট এক্ষেত্রে বলেছে যে, কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান সরাসরি এনডিআরএফ-এ অর্থ অনুদান দিতে পারে।
এই দুটি তহবিল সম্পূর্ণ পৃথক হওয়ায় সরকার যথাযথ জায়গায় পিএম কেয়ার্স ফান্ডের পরিমাণ হস্তান্তর করবে। সুপ্রিমকোর্টের এই সিদ্ধান্তের পরে, পিএম কেয়ার্স তহবিল সম্পর্কে উত্থাপিত প্রশ্নগুলি আরও জোরালো হয়েছে। কংগ্রেসের প্রাক্তন আইটি সেল চিফ দিব্যা স্পান্দানা শীর্ষ আদালতের রায় নিয়ে তোপ দেগেছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের একটি ট্যুইট রিট্যুইট করে বলেছেন, ‛এটা খুব স্পষ্ট – ডাল ম্যায় জরুর কুছ কালা হ্যায়।’