Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‘মোদী তো আমার ছেলের মতো!’ মিষ্টি কটাক্ষ টাইম ম্যাগাজিনে স্থান পাওয়া শাহীনবাগের দাদির

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : টাইম ম্যাগাজিনে প্রকাশিত ২০২০ সালের সেরা ১০০ প্রভাবশালীর তালিকায় মোদীর সঙ্গে রয়েছেন তিনিও। রাষ্ট্রের বিরুদ্ধে তাঁর দৃঢ় ও অনমনীয় অবস্থান, মুখের রেখায় গভীর প্রত্যয়, শাসকদের চোখে চোখ রেখে প্রতিবাদের স্পর্ধা তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্বের দরবারে। তিনি ‛শাহীনবাগের দাদি’ বিলকিস।

১০১ দিন ধরে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে প্রতিবাদ করে এমন সম্মান পাওয়ার ঠিক পরে তিনি মন্তব্য করলেন, “নরেন্দ্র মোদী আমার ছেলের মতো। আমি ওঁর দীর্ঘ জীবন ও খুশির জন্য প্রার্থনা করি”। টাইম ম্যাগজিনের ওই তালিকায় স্বয়ং নরেন্দ্র মোদীর নামও রয়েছে প্রভাবশালী হিসেবে। সে কারণেই বিলকিস অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।

তিনি বলেছেন, “এই সম্মান পেয়ে আমি অত্যন্ত খুশি। আমি কোরান পড়েছি, স্কুলে যাইনি। আমি কখনও আশা করিনি এসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার অভিনন্দন জানাই এই তালিকায় স্থান পাওয়ার জন্য। উনিও আমার এক ছেলে। আমি ওঁর জন্ম না দিলেও আমারই কোনও বোন জন্ম দিয়েছে ওঁর।’’

 

Leave a Reply

error: Content is protected !!