দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের অনেক দুর্ভোগ হচ্ছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ‛মন কি বাত’ অনুষ্ঠানে এই লকডাউনের পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য সবার কাছে ক্ষমাও চেয়ে নিলেন তিনি।
মোদী বলেন, ‛সাধারণ মানুষের এই দুর্ভোগের জন্য আমি ক্ষমাপ্রার্থী।’ তিনি আরও বলেন, ‛মানুষ হয়তো ভাবছে আমি কী ধরনের প্রধানমন্ত্রী। কিন্তু লকডাউন ছাড়া আর কোনও উপায় ছিল না। এই লকডাউন আপনাদের এবং আপনাদের পরিবারের সুরক্ষার কথা ভেবেই নেওয়া হয়েছে। তাই দয়া করে আমাদের সঙ্গে থাকুন। ধৈর্য রাখুন।’