দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রবিবার অন্য রূপে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের পাঞ্চকুনি সমুদ্র সৈকতে ডুবন্ত দ্বারকা নগরীর দর্শন করতে ডুবুরি সেজে ডুব দেন তিনি। স্কুবা ডাইভিং করে দ্বারকা নগরীর দর্শন করেন প্রধানমন্ত্রী। দ্বারকার যে প্রাগৈতিহাসিক শহর আরব সাগরের তলায় তলিয়ে গিয়েছিল, প্রধানমন্ত্রী মোদী সেই শহর দর্শন করেন। জলের নীচে দ্বারকাধীশ মন্দিরে প্রার্থনাও সারেন তিনি।
স্কুবা ডাইভিংয়ের পর সোশ্যাল সাইটে মোদী লেখেন, ‘‘জলের তলায় ডুবে যাওয়া দ্বারকা নগরীতে গিয়ে প্রার্থনা করা একটি ঐশ্বরিক অভিজ্ঞতা ছিল।’’ তিনি আরও বলেন, ‘‘পুরাতত্ত্ববিদেরা বারবার দ্বারকা নগরীর কথা উল্লেখ করেছেন। সমুদ্রের নীচে এই শহর দেখার সুযোগ পেলাম। শ্রীকৃষ্ণ নিজের হাতে এই শহর তৈরি করেছিলেন।’’ রবিবার মোদীর পরনে ছিল গেরুয়া পাঞ্জাবি।