দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাল মঙ্গলবার জাতির উদ্দেশে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল ৪ টের সময় তা সরাসরি সম্প্রচার করা হবে।
কী বিষয়ে প্রধানমন্ত্রী কাল দেশকে বার্তা দেবেন তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে মূলত, কোভিড মোকাবিলা এবং লকডাউনের শর্ত শিথিল করা নিয়েই বার্তা দিতে পারেন তিনি।
অনেকের মতে, অর্থনৈতিক কার্যকলাপে গতি আনার লক্ষ্যে কাল বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। আবার তালি-থালি-মোমবাতির মতো টাস্কও দিয়ে বসতে পারেন প্রধানমন্ত্রী। এসব ভেবেই আজ ঘুম হবেনা অনেকের।
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে
Tags:Narendra Modi