দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হ্যাক হয়ে গেল মোদীর নিজস্ব ওয়েবসাইটের ট্যুইটার অ্যাকাউন্ট। হ্যাকাররা কিছু সময়ের জন্য হ্যাক করে নেয় অ্যাকাউন্টটিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ওয়েবসাইটের সঙ্গে যুক্ত এই ট্যুইটার অ্যাকাউন্টটির ফলোয়ারের সংখ্যা আড়াই লক্ষেরও বেশি।
হ্যাকারেরা কোভিড-১৯ ত্রাণ তহবিলের জন্য অনুদানের ক্ষেত্রে ক্রিপ্টো কয়েনের দাবি করে মোদীর অ্যাকাউন্ট থেকে ট্যুইট করেন। পরে অবশ্য ওই ট্যুইট মুছে ফেলা হয়। বিটকয়েন সম্পর্কিত একাধিক ট্যুইটে হ্যাকারেরা লেখে, “আমি আপনাদের সবাইকে পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড ফর কোভিড-১৯ ফান্ডে উদারভাবে অনুদানের আবেদন করছি।”
ট্যুইটে ক্রিপ্টো কারেন্সি দিয়ে অনুদান দেওয়ার কথা বলে হ্যাকারেরা। ক্রিপ্টো কারেন্সি ছাড়াও হ্যাক হওয়ার পরে একটি ট্যুইটে লেখা হয়, “এই অ্যাকাউন্টটি জন উইক হ্যাক করেছে (hckindia@tutanota.com), আমরা পেইটিএম মলকে হ্যাক করিনি”। প্রথমে বুঝতে না পারা গেলেও পরে অনেকেই বুঝে যান হ্যাক হয়েছে অ্যাকাউন্ট।