Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর দপ্তর কোনও কাজের নয়, মন্তব্য খোদ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় ঢেউতেই ‘নৌকাডুবি’, করোনার তৃতীয় ঢেউ আসলে দেশের কী পরিস্থিতি হবে ভাবতেই ভয় হয়। বিজ্ঞানীদের আশঙ্কা, তৃতীয় ধাক্কায় প্রবল ক্ষতিগ্রস্ত হবে শিশুরা। তা আটকাতে নীতিন গড়করিকে দায়িত্ব দেওয়া হোক, নরেন্দ্র মোদীকে অনুরোধ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর। প্রধানমন্ত্রীর দপ্তর কোনও কাজের নয়, একথাও জানিয়েছেন তিনি।

বলিয়ে কইয়ে হিসেবে বেশ নাম আছে সুব্রহ্মণ্যম স্বামীর। মাঝেমধ্যেই অদ্ভুত অদ্ভুত বিবৃতি দিয়ে সংবাদের শিরোনামে চলে আসেন। এদিনের টুইটে শিশুদের সুরক্ষা নিয়ে চিন্তান্বিত হতে দেখা গেল তাঁকে। তবে বিতর্কিত মন্তব্য থেকেও বিরত থাকলেন না তিনি। করোনা ভাইরাসের সঙ্গে ইসলামি হানাদার এবং ব্রিটিশদের তুলনা করলেন তিনি। বললেন, করোনা ভাইরাস অতিমারীর প্রকোপ ভারত কাটিয়ে উঠবেই, যেমন ইসলামি হানাদার এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের থেকে কাটিয়ে উঠেছিল।

বিজেপি নেতা লেখেন, আরও একটা ঢেউ আসতে পারে যার নিশানায় রয়েছে শিশুরা। এই যুদ্ধে লড়তে গড়করিকে দায়িত্ব দেওয়া হোক। পিএমও কোনও কাজের নয়। তাঁর এই টুইটে নানারকম প্রতিক্রিয়া আসতে শুরু করে। একজন লেখেন, আগে স্বাস্থ্যমন্ত্রীকে ছাঁটাই করে এমন একজনকে দায়িত্ব দেওয়া হোক যিনি কোরোনিল (বাবা রামদেবের সংস্থার তৈরি করোনার ওষুধ) নয়, বিজ্ঞানে বিশ্বাস করেন। একথা মানতে চাননি স্বামী। তিনি বলেন, হর্ষ বর্ধনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। ভদ্রতার কারণে তিনি জোর খাটাতে পারছেন না। গড়করিকে পাশে পেলে ভাল কাজ করবেন। প্রধানমন্ত্রী নয়, নিন্দা যে তাঁর দপ্তরের কর্মীদের প্রতি সে কথাও স্পষ্ট করে দিয়েছেন বিজেপি নেতাকে।

 

 

Leave a Reply

error: Content is protected !!