দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গত শুক্রবার মুম্বইয়ের আয়কর ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। তাতে পলাতক রত্নব্যবসায়ী নীরব মোদী, মেহুল চোকসি সহ আরও বেশ কয়েকজন অর্থনৈতিক অপরাধীর ফাইল পুড়ে গিয়েছে। অপরাধীদের বিরুদ্ধে তদন্ত যাতে না এগতে পারে, সেজন্য ইচ্ছা করে আয়কর অফিসে আগুন লাগানো হয়েছিল।
আয়কর দফতরের ওই অফিস অবস্থিত ছিল দক্ষিণ মুম্বইয়ে ব্যালার্ড এস্টেটের সিন্ধিয়া হাউসে। শুক্রবার বেলা পাঁচটায় আগুন লাগে। শনিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভার পর দেখা যায়, আয়কর দফতর ও ডেট রিকভারি ট্রাইব্যুনালের অফিস পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। আরটিআই অ্যাকটিভিস্ট অনিল গালগালি রিপোর্টারদের বলেন, ইচ্ছা করেই আগুন লাগানো হয়ে থাকতে পারে।
Support Free & Independent Journalism