Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ফের ব্যাঙ্ক জালিয়াতি, পিএনবি-র ১,২০৩ কোটি টাকা নিয়ে উধাও গুজরাতি সংস্থা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আগেই কোটি কোটি টাকা ঋণ নিয়ে দেশ ছেড়েছেন একাধিক ব্যবসায়ী। যার বেশিরটাই গুজরাতি। এবার আরও এক গুজরাতি সংস্থা সংস্থার বিরুদ্ধে ১,২০৩ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ উঠলো। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১,২০৩ কোটি টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ গুজরাটের এক সংস্থার বিরুদ্ধ। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আহমেদাবাদের জোনাল কর্পোরেট শাখা থেকে এই ঋণ মঞ্জুর করা হয়েছিল। আহমেদাবাদের ধুঁকতে থাকা সিনটেক্স ইন্ডাস্ট্রি লিমিটেডকে এই অঙ্কের অর্থ ঋণ হিসেবে দেওয়া হয়েছিল। কিন্তু তা এখনও ফেরত পাওয়া যায়নি। বদলে গত ডিসেম্বরে সই ঋণ ফেরতের ধরণ বদলাতে চেয়ে আবেদন জানিয়েছিল সংস্থা। স্বাভাবিকভাবেই তা মঞ্জুর হয়নি।

সিনট্যাক্স ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড রাসায়নিক ও পোশাক তৈরির ব্যবসা করে। ২০১৭ সাল পর্যন্ত এটি সিনট্যাক্স গ্রুপের অংশ ছিল। এই সিনট্যাক্স গ্রুপ মূলক প্লাস্টিকের ট্যাংক বানানোর জন্য বিখ্যাত। যদিও আপাতত সিনট্যাক্স ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেডের সঙ্গে এর যোগ নেই। মহামারী ও লকডাউনের জেরে এমনিতেই বড়সড় ক্ষতির মুখে পড়েছে দেশের আর্থিক ব্যবস্থা। এমন পরিস্থিতিতে অনাদায়ী ঋণের অর্থ ফেরানোর চেষ্টা করথে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেই সময় এই তথ্যটি সামনে এল।

 

Leave a Reply

error: Content is protected !!