Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ভীমা কোরেগাঁও মামলায় অবশেষে জামিন পেলেন কবি ও সমাজকর্মী ভারভারা রাও

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভীমা কোরেগাঁও মামলায় অবশেষে শর্তাধীন জামিন পেলেন অসুস্থ কবি ভারভারা রাও। প্রায় ৩ বছর পর সোমবার তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট। দেশজুড়ে চলা বিতর্কের মাঝে শেষ পর্যন্ত ভীমা কোরেগাঁও মামলায় অভিযুক্ত এই তেলুগু কবিকে মুক্তি দিল আদালত। একাধিক বার জামিনের আবেদন করেছিলেন। অসুস্থও হয়েছেন জেলের মধ্যে। অবশেষে সোমবার আগামী ৬ মাসের জন্য জামিন পেলেন ভারভারা রাও।

ভীমা কোরেগাঁও মামলায় তিনি আটক হয়েছিলেন। বন্দি অবস্থাতেও কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসার জন্যই তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে জামিন পেলেও বম্বে হাইকোর্ট কয়েকটি শর্ত দিয়েছে। জামিনের এই সময়ে মুম্বইতেই থাকতে হবে ভারভারা রাওকে। তিনি শহর ছাড়তে পারবেন না। পাসপোর্ট কেন্দ্রীয় সংস্থার কাছে জমা রাখতে হবে। এছাড়া যদি এনআইএ ডাকে জিজ্ঞাসাবাদের জন্য, তাঁকে হাজিরা দিতে হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে ভীমা কোরেগাঁও মামলায় গ্রেফতার করা হয়েছিল ভারভারা রাওকে। তখন থেকে বহুবার জামিনের আর্জি জানালেও তা খারিজ হয়ে যায়। এমনকী ২৮ মে অসুস্থ হয়ে পড়ায় জেজে হাসপাতালে পাঠানো হয়েছিল তাঁকে। তিন দিন পরে ফের জেলে নিয়ে আসা হয় প্রবীণ কবি তথা সমাজকর্মীকে। এমনকি জেলের মধ্যে তিনি হ্যালুসিনেট করতেন বলেও জানা গিয়েছিল। এর পরে তিনি করোনা আক্রান্তও হয়েছিলেন।

 

 

Leave a Reply

error: Content is protected !!