বাগুইহাটি, ২৬ আগস্ট: আইনজীবী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেত্রী নাজিয়া এলাহি খান। এক ব্যবসায়ীকে ৬ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। অভিযোগের জেরেই তাঁকে গ্রেফতার করে গিরীশ পার্ক থানার পুলিশ।
বিজেপির মজদুর সেলের ওই নেত্রী নিজেকে আইনজীবী বলে পরিচয় দিতেন। কখনও ভারতীয় রেল বিভাগের ভাইস চেয়ারম্যান বলেও পরিচয় দিয়েছেন। আর এই ভুয়ো পরিচয়েই প্রতারণার ফাঁদ পাততেন তিনি। ২০১৯ সালে এক ব্যবসায়ীকে আদালতের মামলা মিটিয়ে দেওয়ার নাম করে পর্যায়ক্রমে ৬ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে। ২০২০ সালে গিরীশ পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।
সূত্রের খবর, গিরীশ পার্ক ছাড়াও বিভিন্ন থানায় নাজিয়া এলাহি খানের নামে ভুয়ো আইনজীবীর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল। বারবার তাঁকে তলব করা হলেও তিনি সহযোগীতা করছিলেন না বলে দাবি পুলিশের। অবশেষে ওই বিজেপি নেত্রীকে তাঁর বাগুইহাটির বাড়ি থেকে গ্রেফতার করে গিরীশ পার্ক থানার পুলিশ।