সাকিব হাসান, দৈনিক সমাচার, কুলতলী: কুলতলীর মইপিঠ কোস্টাল থানার অধীনে বৈকন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুরের শ্রীকান্ত পল্লির নদীবাঁধ এলাকায় অপরিচিত ৫ ব্যক্তিকে দেখতে পেয়ে স্থানীয় মইপিট কোস্টাল থানায় খবর দেন এলাকার মানুষজন। খবর পাওয়ার পর মইপিঠ কোস্টাল থানার ওসি প্রদীপ পাল ও এএসআই সমীর চন্দ্র প্রামাণিক ও এএসআই দেবেশ দে সেই পাঁচ ব্যক্তিকে কোস্টাল থানায় নিয়ে আসে, তাদের জিজ্ঞাসাবাদের পর তারা বলেন আমাদের টলার নদীতে ডুবে যায় আমরা সাঁতরে তীরে আসতে পেরেছি এবং আমাদের সাথে থাকা আরও ১০ জনের খোঁজ পায়নি। এবং মইপিট কোস্টাল থানার অফিসার তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন,তারা জানায় ৫ জন উদ্ধার করা ব্যক্তির বাড়ি বাংলাদেশ।
গতকাল সুন্দরবন কোস্টাল থানার অধীন এক বাংলাদেশী ট্রলার ধরা পড়ে এবং তাতে ছিল বাংলাদেশি জামা কাপড় সহ একাধিক মালপত্র। উদ্ধার হয় ট্রলারটি তে কোন ব্যক্তির দেখা মেলেনি এবং উদ্ধার হওয়া পাঁচজন বাংলাদেশি ব্যক্তিকে বারাইপুর আদলতে পাঠানো হয়। গতকাল উদ্ধার হওয়া ট্রলারের সাথে এই পাঁচ ব্যক্তির কোন রকম ভাবে যোগাযোগ আছে কিনা তা তদন্ত করছেন মইপিট কোস্টাল থানার পুলিশ।