দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শুক্রবার আপার প্রাইমারির ১৪৩৩৯ পদে নিয়োগের দাবিতে পথে নামে টেট উর্ত্তীর্ণরা। তাঁদের উদ্দেশ্য ছিল বিকাশভবন অভিযান। কিন্তু বাধা দেওয়া হয় তাঁদের। ফলে স্কুল শিক্ষা কমিশনের (SSC) দপ্তরের সামনে অবস্থানে বসেন তাঁরা। কিন্তু বুধবার গভীর রাতে অবস্থানরতদের তুলে দিল বিধাননগর পুলিশ। অভিযোগ, টেনেহিচঁড়ে তাঁদের বাসে তুলে ছেড়ে দেওয়া হয় শিয়ালদহ স্টেশনে।
তারপর রাত্রিবেলাই শিয়ালদহ থেকে মৌলালি পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারীরা। ঘটনাস্থলে পৌঁছে যান একাধিক বাম ছাত্র-যুব নেতা। তাঁরাই জিআরপি-র সঙ্গে কথা বলে রাতটুকু শিয়ালদহ স্টেশনে থাকার ব্যবস্থা করেন। বৃহস্পতিবার আরও বড় আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।
সংগঠনের সহ-সভাপতি সুশান্ত ঘোষ এবং সম্পাদক আনিসুর রহমান জানান, “গেজেট পদ্ধতি মেনে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু না করলে আন্দোলন আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়া হবে।” উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গর প্রায় সবক’টি জেলা থেকে প্রার্থীরা চাকরির দাবিতে বিকাশভবন অভিযানে সামিল হন সল্টলেকে। তাঁদের কেউ বাসভাড়া করে কেউ অনেকটা পথ হেঁটে এসে সাধারণ যানবাহনে চাকরির দাবি জানাতে কলকাতায় পৌঁছন। নিজেদের দাবিতে অনড় ছিলেন প্রত্যেকেই। আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল বিকাশ ভবনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেন। কিন্তু বৈঠকে জট কাটেনি।