দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এবিভিপির গুণ্ডাদের হামলায় রবিবার গুরুতর আহত হন জেএনইউয়ের ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষ। অকথ্য সেই নির্যাতনের পর তাঁর মাথায় ১৬ টি সেলাই হয়েছে। আজ তাঁর বিরুদ্ধেই মামলা করল দিল্লি পুলিশ! তাঁর সঙ্গে আরও ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পুলিশের অভিযোগ, তাঁরা ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে ভাঙচুর করেছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি সার্ভার রুমে ভাঙচুরের জেরেই সবরমতী হস্টেলে হামলা হয়েছে। ৫ জানুয়ারি লাঠিসোঁটা নিয়ে বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় প্রায় ৫০ জন দুষ্কৃতী। অভিযোগ, তাঁরা সবাই এবিভিপির সদস্য।
গত ৩ ও ৪ জানুয়ারি জেএনইউয়ের ছাত্রদের বিরুদ্ধে দু’টি এফআইআর করা হয়। দ্বিতীয় এফআইআরে ঐশীর নাম আছে। অভিযোগ, তিনি আরও আটজন ছাত্রছাত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের আক্রমণ করেন। সার্ভার রুমেও ভাঙচুর করেন। ৩ জানুয়ারির এফআইআরে ক’জনের নাম আছে জানা যায়নি।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন