Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মুসলিমদের বিরুদ্ধে ভুয়ো খবর প্রচার, সাংবাদিক আমিষ দেবগনের বিরুদ্ধে মামলা দায়ের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নিউজ এইটিন ইন্ডিয়ার উপস্থাপক আমিষ দেবগনের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, গত ১ মে নিজের টিভি শো’ ‛আরপার’-এ কুর্লা মসজিদে মুসলিমদের নামাজের ব্যাপারে মিথ্যা খবর প্রচার করেছিল আমিষ।

শো’তে আমিষ লকডাউন চলাকালীন কুর্লা মসজিদের পাশে ভিড় জমেছে দাবি করে একটি ভুয়ো ভিডিও দেখিয়েছিল। পাবলিক কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য শাহজাদ খান ও অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট কংগ্রেস-এর অধ্যক্ষ আজিম খান আমিষ দেবগন ও নিউজ এইটিন ইন্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!