Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

পুলিশের দ্বারস্থ হয়েও মেলেনি সাহায্য! উত্তরপ্রদেশ বিধানসভার সামনেই গায়ে আগুন লাগিয়ে দিল নির্যাতিতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : একের পর এক ঘটনায় লাগাতার শিরোনামে উত্তরপ্রদেশ। এবার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে লখনউ-এ বিধানসভায় সামনে এক মহিলা নিজের গায়ে আগুন লাগিয়ে দিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে।

উত্তরপ্রদেশের রাজধানী লখনউ-এর হজরতগঞ্জ থানার পক্ষ থেকে জানান হয়েছে মহিলার শারীরিক অবস্থা সংকট জনক। দেহের অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, আসিফ নামের এক যুবকের সঙ্গে বিয়ে করেছিলেন বছর পয়ত্রিশের ওই মহিলা। কিন্তু আসিফ বিয়ের কিছুদিন পরেই সৌদি আরব চলে যায়। তারপর থেকেই শ্বশুরবাড়ির লোকজন মহিলার ওপর অত্যাচার করতে শুরু করে বলে অভিযোগ।

একাধিকবার পুলিশের সাহায্য চেয়েছিলেন নির্যাতিতা মহিলা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। মঙ্গলবার নির্যাতিতা মহিলা সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করার জন্য লখনউ এসেছিলেন। কিন্তু সেই সময়ই আচমকা মহিলা নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়।

 

 

Leave a Reply

error: Content is protected !!