Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

জামিয়ার পড়ুয়াদের উপর পুলিশি হামলা, প্রতিবাদে পথে নামল কলকাতার ছাত্রসমাজ

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : সোমবার ‛জামিয়া কো-অর্ডিনেশন কমিটির’ পক্ষ থেকে সংসদ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা অসাংবিধানিক নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পথে নামলে তাদের উপর হামলা চালায় দিল্লী পুলিশ। গণতান্ত্রিক এই আন্দোলনের উপর পুলিশি আক্রমণ ভারতের ইতিহাসের লজ্জাকর ঘটনা বলে মনে করে কলকাতার ছাত্র সমাজ।

সংবাদমাধ্যম থেকে জানা গেছে এখনও পর্যন্ত ১৬ জন ছাত্র-ছাত্রী গুরুত্বর আহত এবং একাধিক ছাত্রীর গোপনাঙ্গে লাথি এবং লাঠির মাধ্যমে আঘাত করা হয়েছে।এই ঘটনাকে তীব্র ধিক্কার ও নিন্দা জানিয়ে কলকাতার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই ঘটনার প্রতিবাদে কলকাতার রাস্তায় নামে। তাদের বক্তব্য গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের উপর পুলিশের বর্বর আক্রমণ গণতন্ত্র হত্যার নামান্তর।

এদিন ছাত্রসমাজের পক্ষ থেকে দাবি করা হয়, অবিলম্বে পুলিশি বর্বরতার তদন্ত করে দোষীদের বরখাস্ত করতে হবে। এছাড়াও সিএএ, এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে আন্দোলনে গ্রেফতার হওয়া সকলকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পড়ুয়াদের উপর পুলিশী অত্যাচারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও দাবি করেছে ছাত্রসমাজ। এদিনের প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বারাসাত ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র মহম্মদ ইমরান আলি, কলকাতা ইউনিভার্সিটির ইমরান হোসেন ও সাঈদ মামুন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফারুক আহমেদ প্রমুখ।

 

সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!