দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট-প্রচারে রাজনৈতিক দলগুলি ফেসবুকে বিজ্ঞাপনী পোস্ট দিতে ৪ কোটি ২০ লক্ষ টাকা খরচ করেছে। ফেসবুকের বিজ্ঞাপন লাইব্রেরি খোঁজ করে দেখা গিয়েছে, বিজেপি ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজ-এ বিজ্ঞাপন বাবদ বিজেপি ১ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যয় করেছে। তৃণমূল কংগ্রেস বাংলার গর্ব মমতা পেজে বিজ্ঞাপন বাবদ খরচ করে ১ কোটি ৪৮ লক্ষ টাকা।
ফেসবুকে নির্বাচনী প্রচারের বিজ্ঞাপন বাবদ খরচ করা বিভিন্ন দলের হিসাবের তালিকা –
তালিকা অনুসারে তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ুর বিদায়ী শাসক দল এআইএডিএমকে, তারা খরচ করেছে ৩০ লক্ষ টাকা। তার পরেই স্থান ক্ষতিকারক মোদী নামে একটি পেজ, যেখানে ইংরাজি ও বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধোনা করা হয়। তালিকায় তার পরেই স্থান কেরলের ইউডিএফ জোটের বিজ্ঞাপনী পেজ, তারপর এলডিএফ-এর পেজ, তার পর ডিএমকে-র পেজ এবং আরও কিছু বিজেপি সমর্থক পেজ।