দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গলায় গেরুয়া গামছা জড়িয়ে পোলিং এজেন্টরা, আর এই নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে বাঁকুড়ার ওন্দার ভোটকেন্দ্রে। আজ দ্বিতীয় দফায় চার জেলায় ৩০ আসনে ভোট। মমতা-শুভেন্দু দ্বৈরথে নজরে নন্দীগ্রাম। নন্দীগ্রামে রেয়াপাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি ভাড়া নিয়েছেন। সেখান থেকেই তিনি নজরদারি চালাবেন। তবে অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম।
অন্যদিকে বাঁকুড়ার ওন্দায় গেরুয়া রঙের গামছা ঝুলিয়ে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্ট উপস্থিত হয়েছেন ভোট কেন্দ্রে। মক পোলিং শুরু হওয়ার সময় তাঁদের দেখা যায়। গামছা খুলিয়ে তাঁদের ভিতরে ঢুকতে অনুমতি দেয় কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে করোনা বিধি মেনেই ভোট হচ্ছে পাঁশকুড়ায়।