নাজমুল সর্দার, দৈনিক সমাচার, দক্ষিণ দিনাজপুর : দেশ স্বাধীন হওয়ার ৭৩ বছর পেরিয়ে গেলেও কুমারগঞ্জ থানার রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের তিলনা শিবির মোড় থেকে গোয়াল পাড়ার মাটির কাঁচা রাস্তা পাকা হয়নি। এই রাস্তায় সারাবছরই রাস্তা খারাপের জন্য দুর্ঘটনা লেগেই থাকে বলে হতাশার সুরে জানালেন ভুটভুটি চালক ভোজু মণ্ডল। দু’ কিলোমিটার এই রাস্তার প্রায় পুরো অংশ জুড়ে এখন রয়েছে বড়ো বড়ো খাল, গর্ত, নোংরা জল ও কাদা।
তিলনার রাস্তা কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন ও দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ ইচ্ছা করেই পাকা করছে না বলে অভিযোগ গ্রামবাসীর। তাঁদের কথায়, আর কতো বড় দুর্ঘটনা ঘটলে তিলনার এই রাস্তা পাকা করবেন এলাকার বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও প্রশাসন? তিলনা গ্রামবাসীর হাহুতাশ, ভোট দিয়েছি কি এই কষ্ট সহ্য করার জন্য? তাহলে পরেরবার ভোট দেওয়ার আগে ভাবতে হবে বিস্তর।
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে