দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার মুফাসসির মুফতি আমীর হামজাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল একদল দুষ্কৃতী। সাদা পোশাকে কিছু লোক তাঁর নিজ বাস ভবন বাংলাদেশের কুষ্টিয়া থেকে তুলে নিয়ে গিয়েছে।
আমীর হামজাকে তাঁর পোষাকও ঠিকমতো পরিধান করতে দেওয়া হয়নি। প্রায় ৮ থেকে ১০ জন সাদা পোষাকধারী লোক তাঁকে তুলে নিয়ে গেছে। ওই সাদা পোষাকধারী লোক কারা তা এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।