Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

উত্তরপ্রদেশের গ্রামে গ্রামে বিজেপিকে বয়কটের পোস্টার, ‛প্রবেশ নিষেধ’ বিজেপি নেতাদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লি সীমানায় কৃষক বিক্ষোভের প্রভাব ছড়িয়ে দিতে উত্তরপ্রদেশের গ্রামে গ্রামে বিজেপিকে বয়কটের ডাক দিচ্ছেন কৃষকরা। সম্বল জেলার বারদৌলা গ্রামের বাইরে একটি পোস্টারের ছবি সামনে এসেছে। তাতে লেখা, ‘‌জয় জওয়ান, জয় কিসান। ভারতীয় কিসান ইউনিয়ন জিন্দাবাদ। বিজেপি নেতাদের এই গ্রামে ঢোকা নিষিদ্ধ।’‌

এমনকি পঞ্চায়েত ভোটের প্রচারে এসে পশ্চিম উত্তরপ্রদেশের সামলি জেলার লিসাদ গ্রামে কৃষকদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সহ এলাকার বিজেপি বিধায়ক, সাংসদদের। দু’‌দিন আগেই ভারতীয় কিসান ইউনিয়নের নেতা নরেশ টিকায়েত সেই প্রচার চালিয়ে গিয়েছিলেন। তার পরই ভোটের প্রচারে ওই এলাকায় গিয়েছিলেন মুজফফরনগরের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সঞ্জীব বালিয়ান এবং বুলদানার বিধায়ক উমেশ মালিক। বয়শাল গ্রামে তাঁরা ঢুকতেই স্লোগান ওঠে ‘‌বালিয়ান মুর্দাবাদ, কিসান একতা জিন্দাবাদ’‌।

ওই গ্রামের খাপ পঞ্চায়েত নেতা বাবা হরিকৃষ্ণণ বলেন, ‘‌বালিয়ান এবং উত্তরপ্রদেশের পঞ্চায়েতি রাজ দফতরের মন্ত্রী ভূপেন্দ্র চৌধুরিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রকে তিনটি কৃষি আইন বাতিল করতেই হবে। আমরা এটাও জানিয়েছি, গত বছর থেকে আখচাষিরা এখনও তাঁদের বকেয়া টাকা পাননি।’‌

 

Leave a Reply

error: Content is protected !!