দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লিতে নিজামুদ্দিনে তবলীগ জামাতের জমায়েতের খবরে নয়া আতঙ্ক গ্রাস করেছে মুরগী চাষীদের মনে। মিডিয়ায় অপপ্রচাররের জেরে পোলট্রি ফার্মে দেখা দিয়েছে নয়া সংকট। বাজারে মুরগি নিয়ে যাওয়ার জন্য গ্রামে মুসলিম চালকদের গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছেন না মুরগি চাষীরা। ফলে বাজারে মুরগি সরবরাহ ব্যাহত হচ্ছে।
তবলীগ জামাতে যোগদানকারীদের শরীরে করোনা সংক্রমণের হদিশ মিলেছে। আর এ খবর জানার পরেই মুরগি চাষীরা গাড়ি চালকদের বাধা দিচ্ছেন বলে খবর। পোলট্রি ফার্ম সূত্রে জানা গিয়েছে, তবলীগ জামাতের খবর প্রকাশ্যে আসার পরই মুসলিম চালকদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। পুণের নাসিক, আহমেদনগরের মতো জেলায় এ ধরনের ঘটনা ঘটছে বলে খবর।
এটা কি দেশদ্রোহীতা নয়