দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রায় এক বছর ধরে মেটানো হয়নি বিদ্যুৎ বিল। জমতে জমতে বকেয়া হয়ে দাঁড়িয়েছে প্রায় এক কোটি টাকা। একটি কারখানায় বিদ্যুৎ সংযোগ কাটার পর দেখা গেল, সেটি খোদ মধ্যপ্রদেশের বিদ্যুৎমন্ত্রী প্রদ্যুমন সিংয়ের দাদার। যা নিয়ে হইহই পড়ে গিয়েছে।
দেখা গিয়েছে বিল জমতে জমতে ৯৫ লক্ষ টাকার বেশি হয়ে গিয়েছে। মধ্যপ্রদেশের রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্তারা জানিয়েছেন, সব কারখানা কর্তৃপক্ষকেই গত তিন মাস ধরে বকেয়া পরিষদের নোটিস দেওয়া হয়েছে। কিন্তু কেউ কর্ণপাত করেনি। শেষ পর্যন্ত এই পথে হাঁটতে হয়েছে বিদ্যুৎপর্ষদকে।
মধ্যপ্রদেশের গ্বলিয়রের বিল্লওয়া এলাকার দাবরা সেক্টরে রয়েছে ঋতুরাজ স্টোন ক্রাশার কোম্পানি। ২০১৪ সালে এই কারখানা তৈরি করেন প্রদ্যুমন সিংয়ের দাদা দেবেন্দ্র সিং তোমার। বিদ্যুৎমন্ত্রী প্রদ্যুমন সিং তোমার বলেছেন, “আইন সবার জন্য সমান।”