Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

আদালতে হাজিরা না দিয়ে বিয়ে বাড়িতে তুমুল নাচলেন মালেগাঁও বিস্ফোরণের প্রধান অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মালেগাঁও মামলার শুনানি চলছে। আদালতে হাজিরা দিতে পারছেন না তিনি। জানিয়েছেন, অসুস্থ। অথচ সেই প্রজ্ঞা ঠাকুরই কখনও খেলছেন বাস্কেট বল। কখনও নাচলেন বিয়েবাড়িতে গিয়ে। আবার লোকজনকে ডেকে ডেকে তাতে যোগ দিতেও বললেন। সেই ভিডিও ভাইরাল। দেখে কটাক্ষ করতে ছাড়ল না কংগ্রেস।

দিন কয়েক আগে একটি ভিডিওতে দেখা গেছিল, ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা বাস্কেটবল খেলছেন। এবার ভোপালে এক বিয়েবাড়িতে দেখা গেল তাঁকে। গরিব মেয়েদের বিয়ের আয়োজন করা হয়েছিল প্রজ্ঞার ভোপালের বাড়িতে। সেখানেই তাঁকে জমিয়ে নাচতে দেখা গেল।

এক জন কনে জানালেন, প্রজ্ঞা তাঁর বিয়েতে ছিলেন। তিনি দারুণ খুশি। আর এক কনের বাবা বললেন, ‘‌আমার মনে হচ্ছে দ্বিতীয় জীবন পেলাম। আমি খুব গরিব। মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষমতা নেই। প্রজ্ঞা ঠাকুর সাহায্য করলেন। আমি ঈশ্বরের কাছে ওংর মঙ্গল কামনা করি।’‌ কংগ্রেস নেতা নরেন্দ্র সালুজার খোঁচা, ‘‌যখনই আমরা দেখি, ভোপালের সাংসদ, বোন প্রজ্ঞা ঠাকুর বাস্কেটবল খেলছেন, সাহায্য ছাড়া হাঁটছেন, খুশিতে নাচছেন, আমরা খুশি হয়ে যাই।’

প্রজ্ঞাকে নিয়ে বিতর্ক যদিও এই প্রথম নয়। এর আগে নাথুরাম গডসেকে দেশপ্রেমী বলে প্রধানমন্ত্রীরও রোষে পড়েছেন। মালেগাঁও বিস্ফোরণে তিনি অন্যতম অভিযুক্ত। ২০০৮ সালে মালেগাঁওয়ে এক মসজিদের সামনে বিস্ফোরণে ৬ জন মারা যান। ১০০ জন আহত হন। ওই মামলায় ৯ বছর জেল খেটেছেন তিনি। ২০১৭ সালে জামিন পান।

Leave a Reply

error: Content is protected !!