দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: একুশের বিধানসভা ভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল। আর তারপর থেকেই বিভন্ন বিরোধী দল থেকে নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন তৃণমূলে। প্রণব-পুত্র অভিজিৎ মুখার্জীকে নিয়ে বাড়ছে জল্পনা। কারণ গতকালই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেন অভিজিৎ মুখার্জী। ক্যামাক স্ট্রিটে অভিষেক ব্যানার্জির অফিসে আসেন অভিজিৎ বাবু। সেখানেই দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়। আর বৈঠক থেকেই উঠে আসছে নানা জল্পনা।
রাজনৈতিক মহলের মতে, অভিজিৎ মুখার্জীর তৃণমূলে যোগ দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। বেশ কয়েকদিন আগেই অভিজিৎ মুখার্জীর সঙ্গে দেখা করেছিলেন মুর্শিদাবাদের তৃণমূল সভাপতি আবু তাহের খান। আবু তাহের খানের সঙ্গে অভিজিৎ মুখার্জির সঙ্গে দেখা করতে যান তৃণমূলের মন্ত্রী এবং বিধায়করাও। সেই দলে ছিলেন রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান ও সাবিনা ইয়াসমিন। সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলাম ও মহম্মদ সোহরাব-সহ আরও অনেকেই যান অভিজিৎ বাবুর সঙ্গে দেখা করতে। জঙ্গিপুরে হয় সেই বৈঠক। তবে ওই বৈঠক নিয়ে তৃণমূল নেতারা জানান, সৌজন্যমূলক সাক্ষাৎ করতেই তাঁরা গিয়েছিলেন।
তৃণমূলে কবে যোগ দিচ্ছেন অভিজিৎ বাবু এ বিষয়ে কিছু বলতে চাননি তৃণমূল নেতারা। তবে অভিজিৎ বাবুর ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, জঙ্গিপুরের বৈঠকে মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক বিষয়ে সংগঠন নিয়ে আলোচনা হয়। গতকাল অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠকে তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে কথা হয়। যদিও তৃণমূলের একটি সূত্র বলছে , অভিজিৎ মুখার্জির সঙ্গে যোগাযোগ রাখছেন এক বিজেপি নেত্রীও। তবে সেই বিজেপি নেত্রীও দল ছেড়ে অভিজিৎ বাবুর সঙ্গে তৃণমূলে যোগ দেবেন কিনা সে বিষয়ে কিছু জানা নেই।