দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ ডাঃ কাফিল খানের জামানতের শুনানি। এমতাবস্থায় দোয়ার আবেদন করেছেন স্ত্রী শাবিস্তা খান। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‛আমরা হাইকোর্টে যাবতীয় লড়াই চালিয়ে যাচ্ছি। ১৫ জুলাই শুনানি আছে। আমাদের কোন আর্থিক সাহায্যের দরকার নেই। আমাদের দরকার আপনাদের দোয়া ও আশীর্বাদ। সুতরাং আপনারা সকলে বেশি বেশি দোওয়া করুন যেন ডাঃ কাফিল খান জামানত পেয়ে যান এবং নির্দোষ প্রমাণিত হন।’