Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

অবশেষে জামিন পেলেন সফুরা জারগার, ‘মানবিক কারণে’ জামিন দিল দিল্লি হাইকোর্ট

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অবশেষে জামিন পেলেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের তরুণী নেত্রী সফুরা জারগার! শেষমেশ আজ জামিন মিলল দিল্লি হাইকোর্টে। দিল্লি হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছে ‘মানবিক কারণে’।

পুলিশের প্রতিনিধি সলিসিটার জেনারেল তুষার মেহতাও মানবিক কারণে তাঁর জামিনের বিরোধিতা করেননি। তুষার মেহতা জানান যে, মানবিক কারণে নিয়মিত জামিনে তাঁকে মুক্তি দেওয়া যেতে পারে।

জামিন মঞ্জুর করলেও আদালতের নির্দেশ, সফুরা যাতে তদন্তে বাধা হতে পারে এমন কোনও কার্যকলাপে জড়িত না হন। অনুমতি ছাড়া তিনি দিল্লি ছাড়তে পারবেন না। পাশাপাশি ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডও দিতে হবে সফুরাকে।

দিল্লির হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে সন্ত্রাসবাদী আইনে এপ্রিল মাসের গোড়ায় গ্রেফতার হয়েছিলেন কয়েক মাসের অন্তঃসত্ত্বা, ২৭ বছরের সফুরা। একাধিকবার তাঁর জামিনের জন্য আবেদন করা হলেও, নাকচ হয়েছে বারবার।

সফুরা জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার এবং ছাত্র আন্দোলনের পরিচিত মুখ। ডিসেম্বরের এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনে সামনের সারিতে দাঁড়িয়ে বারবার বিরোধিতা করতে দেখা গেছে তাঁকে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!