Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

গর্ভবতী মহিলা জেল হেফাজতে! কেন জামিন পাবেন না সফুরা?

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক-ছাত্রী সফুরা জারগার। ১০ এপ্রিল তিনি দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হন। ১৫ এপ্রিল থেকে তিনি তিহাড় জেলে বন্দি রয়েছেন। সন্ত্রাসবাদ দমন আইনের ভিত্তিতে ২ মাসের অন্তঃসত্ত্বা সফুরাকে গ্ৰেফতার করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২২-২৩ ফেব্রুয়ারি জাফরাবাদ মেট্রো সংলগ্ন এলাকায় সিএএ বিরোধী সমাবেশ ও অবরোধের ঘটনার অন্যতম কারিগর সফুরা। এছাড়া চাঁদাবাগ নামক আর একটি জায়গায় তিনি উত্তেজক ভাষণ দিয়েছিলেন। তাই তার বিরুদ্ধে ইউএপিএ আইন লাগানো হয়েছে। দেশবিরোধী চক্রান্ত আটকানোর জন্য এই আইন। কিন্তু কোনটা দেশবিরোধী আর কোনটা নয় সেটা ঠিক করবে কেন্দ্রীয় সরকার। দেশের মানুষের হয়ে ন্যায্য কথা বলতে গিয়ে সফুরা দেশ বিরোধী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নানারকম নির্দেশ দিয়েছে করোনা ভাইরাস নিয়ে। তার মধ্যে অন্যতম হল শিশু, বয়স্ক ও অন্তঃসত্ত্বাদেলষর আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সরকারও সংক্রমণ এড়ানোর জন্য সাবধানতা অবলম্বন করতে বলেছে। তাহলে অন্তঃসত্ত্বা সফুরা কেন জামিন পাবেন না? এই প্রশ্ন সকলের।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!