দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আগামী ডিসেম্বর মাসে প্রাইমারি টেট পরীক্ষা করানোর বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কবে এই টেট পরীক্ষা হতে পারে, তা জেনে নিন।
একটি রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে প্রাথমিক টেট নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এখনও অবশ্য কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা জানিয়েছেন, ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে টেট পরীক্ষা হতে পারে। সম্ভাব্য দিনক্ষণ হিসেবে ১০ ডিসেম্বরের (রবিবার) পাল্লা ভারী আছে। এখনও অবশ্য দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।