দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা সংক্রমণ ধরা পড়েছে রামমন্দির ট্রাস্টের প্রধান মোহন্ত নিত্যগোপাল দাসের। গত ৫ অগস্ট রামমন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন মোহন্ত নিত্যগোপাল দাস।
নিত্যগোপাল দাসের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলার কিছুক্ষণ পরেই একটি ছবি সামনে আসে। যেখানে দেখা যাচ্ছে ভূমিপুজোর অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রীর একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে ছিলেন তিনি। শুধু তাই নয়। সেই সময়ে মোহন্তের মুখে মাস্কও ছিল না।