দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাতে কিং সপ্তম এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয় ফিলিপকে। আপাতত দিন কয়েক সেখানেই চিকিৎসাধীন থাকবেন।
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করতে হয় ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে। মঙ্গলবার রাতেই অসুস্থ বোধ করেন ব্রিটেনের ডিউক অব এডিনবরা ফিলিপ। ৯৯ বছর বয়স হয়েছে তাঁর। যদিও বুধবার বাকিংহাম প্যালেস জানিয়েছে, চিকিৎসকের পরামর্শে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই ফিলিপকে হাসপাতালে রাখা হয়েছে। ব্রিটেনের প্রাক্তন নৌ বাহিনীর কর্তা ফিলিপ যৌবনে দারুণ পোলো খেলোয়াড় ছিলেন। বরাবরই সুস্বাস্থ্যের অধিকারী তিনি। তবে ইদানীং বয়সের কারণে মাঝে মধ্যেই তাঁর অসুস্থ হওয়ার খবর সামনে এসেছে।