দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লিতে ট্র্যাক্টর র্যালি চলাকালীন মৃত্যু হয়েছিল কৃষক নভরীৎ সিংয়ের। বৃহস্পতিবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া। উত্তরপ্রদেশে নভরীতের পরিবারের তরফে আয়োজিত এক স্মরণসভাতেও উপস্থিত ছিলেন তিনি।
নভরীতের পরিবারকে প্রিয়ঙ্কা বলেন, “নভরীতের বয়স ছিল ২৫। আমার ছেলের বয়স ২০। আমি আপনাদের বলতে চাই আপনারা একা নন। আমরা সবাই এবং এই দেশ আপনাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে।”
ট্র্যাক্টর র্যালি চলাকালীন একটি ট্র্যাক্টর উল্টে তার তলায় চাপা পড়ে মৃত্যু হয় নভরীতের। দিল্লি পুলিশ এই কথা বললেও নভরীতের পরিবারের অভিযোগ, তাকে প্রথমে গুলি করা হয়েছিল। অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
এদিন প্রিয়ঙ্কার সঙ্গে ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অজয় কুমার লাল্লু। উত্তরপ্রদেশের ডিবডিবা গ্রামে নভরীতের স্মরণসভায় অংশ নেন তাঁরা। তারপরে সংবাদমাধ্যমের সামনে নভরীতের ঠাকুরদা হরদীপ সিং বলেন, “ইংল্যান্ডের ফরেন্সিক বিশেষজ্ঞরা বলেছেন ওকে দু’বার গুলি করা হয়েছিল। ওকে গুলি করার পরে ট্র্যাক্টর উল্টে যায়। প্রিয়ঙ্কাজি জানিয়েছেন, উনি আমাদের অভিযোগ সবার সামনে তুলবেন।”
অবশ্য প্রিয়ঙ্কার এই সাক্ষাৎকে উত্তরপ্রদেশের মন্ত্রী মহসিন রাজা নাটক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “প্রিয়ঙ্কা গান্ধী ও রাহুল গান্ধী যে নাটক করছেন তাতে কোনও লাভ হবে না। মোদীজির পলিসি যখন কৃষকদের সাহায্য করছে সেই সময় কৃষকদের মিথ্যে সহানুভূতি দেখাচ্ছেন তাঁরা।”
এদিকে এদিন উত্তরপ্রদেশের রামপুরে যাওয়ার পথে হাপুর জেলার কাছে প্রিয়ঙ্কা গান্ধীর কনভয়ের তিন-চারটি গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা মারে। তাতে অবশ্য কেউ আহত হননি। কিন্তু গাড়িগুলির সামান্য ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।