দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হল। এবছরের মেধাতালিকা প্রকাশ করেনি সংসদ। কিন্তু ফল প্রকাশের পরে বিভিন্ন সূত্রের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের নম্বর জেনে একটি সম্ভাব্য মেধাতালিকা বোঝা গিয়েছে। সেখানে প্রথম তিন স্থানের মধ্যেই অন্তত ২৮ জন ছাত্র-ছাত্রী রয়েছে। সেই মেধাতালিকা এখানে দেওয়া হল।
সম্ভাব্য প্রথম স্রোতশ্রী রায় (শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, কলকাতা), গৌরব মণ্ডল (বড়জোড়া হাইস্কুল, বাঁকুড়া ), অর্পণ মণ্ডল (কেন্দুয়াডিহি হাইস্কুল, বাঁকুড়া), ঐক্য বন্দ্যোপাধ্যায় (হুগলি কলেজিয়েট স্কুল, হুগলি)। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৯।
দ্বিতীয় হয়েছে, গৌরব মাইতি (যোধপুর পার্ক বয়েজ হাইস্কুল, কলকাতা ), নীলাব্জ দাস (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা), দেবার্ঘ্য চক্রবর্তী (বনগাঁ হাইস্কুল, উত্তর ২৪ পরগনা ), জয় মণ্ডল (রাইগঞ্জ করোনেশন হাইস্কুল , উত্তর দিনাজপুর ), রিয়া দত্ত (ওন্দা হাইস্কুল, বাঁকুড়া) রৌনক সাহা (নব নালন্দা শান্তিনিকেতন হাইস্কুল, বীরভূম), মহম্মদ তালহা (মুক্তারপুর হাইস্কুল, হুগলি), সৌগত সরকার (বালুরঘাট হাইস্কুল, দক্ষিণ দিনাজপুর), অনীক জানা (রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, পশ্চিম মেদিনীপুর)। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৮।
তৃতীয় হয়েছে, সৈকত দাস (নব নালন্দা হাইস্কুল, কলকাতা), রাহুল মজুমদার (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা), শরণ্যা ঘোষ (বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুল, পূর্ব বর্ধমান), শীর্ষেন্দু সাহা (সাতগাছিয়া হাইস্কুল, পূর্ব বর্ধমান ), সায়নী মহাপাত্র (কাজলাগ্রাম এম এস বি সি এম হাইস্কুল ,পূর্ব মেদিনীপুর ), মীরা দেবশর্মা (তরঙ্গপুর এন কে হাইস্কুল, উত্তর দিনাজপুর ), শিল্পা দত্ত (ওন্দা হাইস্কুল, বাঁকুড়া ), রূপ সিনহাবাবু (শিমলাপাল মদন মোহন হাইস্কুল, বাঁকুড়া ), মৌ দাসমোহান্ত (শিমলাপাল মদন মোহন হাইস্কুল, বাঁকুড়া ), সায়ন চক্রবর্তী (ছাংডোবা হাইস্কুল, বাঁকুড়া ), স্বরজিৎ ধর (চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল হাইস্কুল, হুগলি ), তপোদীপ ঘোষ (ভাস্তারা জজনেশ্বর হাইস্কুল, হুগলি ), প্রথম সাহা (চৌধুরী শ্রী অরবিন্দ বিদ্যামন্দির , হুগলি) দিবজ্যোতি ভট্টাচার্য (বালুরঘাট হাইস্কুল, দক্ষিণ দিনাজপুর ), তানিশা বসাক (বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর)। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৭।