দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি নির্যাতনের ভিডিও প্রকাশ্যে আসতেই দিল্লির পুলিশ মহলে শুরু হয়েছে তৎপরতা। এবার সেদিনে উপস্থিত পুলিশ বাহিনীর ডিউটি রোস্টার নিয়েই তদন্ত শুরু করল বিশেষ তদন্তকারী দল (সিট)। গত বছর ১৫ ডিসেম্বরে জামিয়ায় হিংসার ঘটনায় গত সপ্তাহেই প্রকাশ্যে এসেছে পুলিশি নির্যাতনের ভিডিও।
বিশেষ পুলিশ কমিশনার (ক্রাইম ব্রাঞ্চ) প্রবীর রঞ্জন বলেছেন, ‛ভিডিওর সত্যতা যাচাই করা হয়ে গেলে আমরা ঘটনায় জড়িত সকলকে চিহ্নিত করব এবং আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’ সূত্রের খবর ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব জেলার দুটি থানার পুলিশ কর্মীরা ক্রাইম ব্রাঞ্চের কাছে এসে ১৫ই ডিসেম্বর তারা কোথায় অবস্থান করছিল সে সম্পর্কে বিশদ বিবরণ জমা দিয়েছেন।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps