দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‘একসঙ্গে কাজ করা মুশকিল, মাফ করবেন’ – সৌগতকে হোয়াটসঅ্যাপ করে সাফ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। নিজের হোয়াটসঅ্যাপ বার্তায় শুভেন্দুর অভিযোগ, ‘আমার বক্তব্যের এখনও সমাধান করা হয়নি…সমাধান না করেই আমার ওপর সব চাপিয়ে দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‛৬ ডিসেম্বর আমার সাংবাদিক সম্মেলন করার কথা ছিল। সাংবাদিক সম্মেলন করে সব জানানোর কথা ছিল। কিন্তু তার আগেই আপনারা প্রেসকে সব জানিয়ে দিলেন। ফলে একসাথে কাজ করা মুশকিল। আমাকে মাফ করবেন।’
Tags:Suvendu Adhikari