দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শুক্রবার দুপুর থেকেই এনআরসি ও নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে লণ্ডভণ্ড হয়েছে কলকাতা। এইবার সেই আন্দোলনের ঢেউ আছড়ে পড়ল জেলাতেও। শনিবার সকাল থেকেই ফের বিক্ষোভ শুরু হয়েছে হাওড়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা-সহ রাজ্যের একাধিক জেলায়।
সকালে সাগরদীঘি থানার পোড়াডাঙা রেলস্টেশনে জড়ো হন প্রচুর মানুষ। এনআরসি ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন তাঁরা। স্লোগানের সঙ্গে রেললাইন ও সংলগ্ন রাস্তায় জ্বালানো হয় টায়ার। এই আগুনের জেরে আটকে যায় মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, নবদ্বীপধাম এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
এদিকে হাওড়ার সাঁকরাইলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষ। অবরোধ করা হয় রেলও। পোড়ানো হয়েছে কুশপুতুল। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভকারীদের দাবি, এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। নিজেদের অধিকার রক্ষার দাবিতে পথে নেমেছেন তাঁরা। যতদিন না তাঁদের দাবি মানা হবে, ততদিন এই বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
একই পরিস্থিতি উত্তর ২৪ পরগনাতেও। এদিন সকালে হাসনাবাদ- শিয়ালদহ শাখায় কাকড়া মির্জানগর স্টেশনে রেল অবরোধ করে কংগ্রেস। অবরোধ করা হয় চাঁপাপুকুর রেল স্টেশনও। ফলে ব্যাহত হয় রেল পরিষেবা। বসিরহাট মহকুমার বিভিন্ন রাস্তায় মোদী-শাহের কুশপুতুল দাহ করা হয়। এই বিক্ষোভ শুরু হওয়ার পরেই ঘটনাস্থলে মোতায়েন করা হয় রেল পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের বিশাল দল। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তাঁরা।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন