দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মোদী সরকারের আনা কৃষক বিরোধী নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চলছে কৃষকদের। তাদের দাবি, এই নতুন আইন বাতিল করতে হবে। আন্দোলনের সমস্ত খবরাখবর দেওয়া হত ফেসবুক ও ইনস্টাগ্রামে। এবার ফেসবুক এবং ইনস্টাগ্রামে ব্লক করা হল কিসান একতা মোর্চার পেজ। রবিবার ওই পেজ থেকেই নয়া কৃষি আইনের বিরোধিতায় কৃষক বিক্ষোভের লাইভ সম্প্রচার করা হয়েছিল। তার পরই ওই পেজ ব্লক করা হয় বলে অভিযোগ। এ দিনের ঘটনায় অনলাইন সেন্সরশসিপ নিয়ে বিতর্ক নতুন করে দানা বাঁধল।
কিসান একতা মোর্চা-র ওই পেজের ফলোয়ারের সংখ্যা ৭ লক্ষেরও বেশি। সংগঠনটির দাবি, কমিউনিটি স্ট্যান্ডার্ডের কারণ দেখিয়ে ফেসবুক থেকে সরানো হয়েছে পেজটি। ইনস্টাগ্রামেও কিসান একতা মোর্চার যে পেজ রয়েছে তাও ব্লক করা হয়েছে বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি, স্বরাজ ইন্ডিয়া দলের প্রধান যোগেন্দ্র যাদবের একটি সাক্ষাৎকার লাইভ সম্প্রচারের পরেই ফেসবুক এবং ইনস্টাগ্রামের তরফে ওই পদক্ষেপ করা হয়েছে।