Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

হিজাব ইস্যুতে বাড়ছে পারদ, কর্ণাটকের ম্যাঙ্গালোরে প্রতিবাদ মুসলিম মহিলাদের

ক্লক টাওয়ার, ০৮ ফেব্রুয়ারি: হিজাব বিতর্ক নিয়ে কর্নাটকের কলেজগুলিতে প্রতিদিনই উত্তেজনা তৈরি হচ্ছে। থামাতে হিমশিম খেতে হচ্ছে কলেজ কর্তৃপক্ষদের। তারই পরিপ্রেক্ষিতে ম্যাঙ্গালোরের ক্লক টাওয়ারে প্রতিবাদ জানালেন মুসলিম মহিলারা। বিষয়টি নিয়ে কর্নাটক হাই কোর্টে একটি মামলাও হয়েছে। সেই শুনানি হয় মঙ্গলবার। বিচারপতি বুধবারও শুনানির নির্দেশ দিয়েছেন।

শুনানির সময়ও বিচারপতি পড়ুয়া এবং সাধারণ মানুষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন করেন। বিচারপতি দীক্ষিত কৃষ্ণ শ্রীপাদ বলেন, ‘‘জনসাধারণের জ্ঞান ও নীতিবোধের প্রতি আদালতের পূর্ণ আস্থা রয়েছে। আশা করা হচ্ছে, তাঁরা তা অনুশীলন করবেন।’’

এক মাস আগে উদুপির গভর্নমেন্ট গার্লস পিইউ কলেজে থেকে হিজাব ইস্যুতে প্রতিবাদ শুরু হয়। সেখানে ছয় ছাত্রীকে মাথার হিজাব পরে আসার জন্য ক্লাসে ঢুকতে দেননি কলেজ কর্তৃপক্ষ। সেখান থেকেই প্রতিবাদের আগুন অন্যান্য কলেজেও ক্রমশ ছড়িয়ে পড়ে। উদুপি এবং চিক্কামাগালুরে হিন্দুত্ববাদী সংগঠনগুলি মুসলিম মেয়েদের হিজাব পরে কলেজে প্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে। গেরুয়া উত্তরীয় পরে একদল পডুয়া কলেজে প্রবেশের চেষ্টা করেন। একটি কলেজে দু’পক্ষের মধ্যে সংর্ঘষও হয়। মঙ্গলবারও সেই বিক্ষোভ অব্যাহত ছিল।

Leave a Reply

error: Content is protected !!