দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মুর্শিদাবাদে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন লাগাতার চলছে। আজ সকাল থেকেও মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় জ্বলছে আগুন, চলছে ভাঙচুর। বিক্ষোভকারীদের অবরোধে যান চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত ৩৪ নম্বর জাতীয় সড়কে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
এদিন বেলডাঙার কাছে সারগাছি স্টেশনের টিকিট কাউন্টারে প্রথমে ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সাগরদিঘীর কাছে জাতীয় সড়কের উপরে লাইন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে টায়ার। সব1মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
শনিবার সুতিতে আগুন লাগিয়ে দেওয়া হয় সরকারি বাসে। এরপর বিকেলে কৃষ্ণপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা পাঁচটি ট্রেনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়া মুর্শিদাবাদের বেলডাঙা থানায় আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে জনতা। এদিন উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি চালাতে হয় পুলিশকে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন