Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

চিনা আগ্রাসনের প্রতিবাদে বহরমপুরে বিক্ষোভ, কংগ্রেসের মৌন মিছিলে মোমবাতি হাতে অধীর

রাজেন্দ্র নাথ দত্ত, দৈনিক সমাচার, মুর্শিদাবাদ : চিনা সেনার আগ্রাসনের বিরুদ্ধে এবার ক্ষোভের আগুন জ্বলল বহরমপুরে। চিনের রাষ্ট্রপতির কুশপুতুলে আগুন দিয়ে বিক্ষোভ দেখাল হিন্দু জাগরণ মঞ্চের কর্মী-সমর্থকরা। সড়কের উপর দাহ করা হল সেই কুশপুতুল। লাদাখ ইস্যু নিয়ে বিক্ষোভ দেখায় হিন্দু জাগরণ মঞ্চের কর্মী-সমর্থকরা।

আজ বহরমপুরে ভারতীয় সেনাদের উপর চিনা সেনার আক্রমণের প্রতিবাদে জায়গায় জায়গায় বিক্ষোভ হয়। চিনের রাষ্ট্রপতির কুশপুতুলে আগুন দিয়ে চলে এই বিক্ষোভ। ওঠে চিন বিরোধী স্লোগানও। তুমুল বিক্ষোভে কার্যত উত্তাল হয় ওঠে মুর্শিদাবাদ জেলাসদর শহর বহরমপুর। আন্দোলনের জেরে সাময়িক থমকে যায় যানচলাচলও।

অন্যদিকে আজ মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে মৌন মিছিল বের হয়ে বহরমপুর শহর পরিক্রমা করে। মোমবাতি হাতে মিছিলে নেতৃত্ব দেন বহরমপুরের সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী ও রানীনগরের বিধায়িকা ফিরোজা বেগমও উপস্থিত ছিলেন।

অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‛চিনের বর্বরোচিত এই হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না। যেভাবে আমাদের ২০ জন বীর জওয়ানকে হত্যা করা হয়েছে তা এককথায় নৃশংস। কাপুরুষের মতো রাতের অন্ধকারে চিনের সেনা হামলা চালিয়েছে। এই জঘন্য অপরাধের বিরুদ্ধেই আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছি। প্রত্যেক দেশবাসীর মতো আমরাও চাই চিনকে উচিত শিক্ষা দেওয়া হোক।’

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!