দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কৃষি বিলের প্রতিবাদে নিজেদের রক্ত দিয়ে বিক্ষোভ–পোস্টার লিখলেন কৃষক ও আন্দোলনকারীরা। শুক্রবার গান্ধীমূর্তির পাদদেশে প্রতিবাদ মঞ্চে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ কিসান মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য তথা কৃষকরা।
তৃণমূলের কৃষক সংগঠনের নেতা ও কৃষকরা একে একে এসে নিজেদের রক্তে কেন্দ্র–বিরোধী পোস্টার লিখে যান। একইসঙ্গে মঞ্চ থেকে আওয়াজ তোলেন— বিজেপি–র কৃষি বিল ‘কালা আইন’ বলে। কৃষি বিলের বিরোধিতায় কলকাতার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে প্রতিবাদ দেখাচ্ছে তৃণমূল।