Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

দেশদ্রোহী থেকে দেশভক্ত! বিজেপিতে যোগ দিলেন শাহিনবাগের ‛কিছু’ প্রতিবাদী

দৈনিকসমাচার, ডিজিটাল ডেস্ক : মত বদল, সেই সঙ্গে পথ বদলও। দেশদ্রোহী থেকে বুঝি দেশভক্তও! বিজেপি-তে যোগ দিলেন শাহিনবাগের ‛ছুপা রুস্তম’ শাহজাদ আলি। তিনি সেই শাহজাদ আলি যিনি সিএএ, এনআরসি-র বিরুদ্ধে শাহিনবাগে রাস্তা রুখে মাসের পর মাস প্রতিবাদে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে গলা চড়াতেন! আজ তাঁর মুখেই মোদীর প্রশংসা!

শাহজাদের দাবি, তাঁর সঙ্গে আজ বিজেপিতে যোগ দিয়েছেন প্রায় দেড়শো মুসলিম। যাঁদের অনেকেরই বাড়ি ওখলা বিধানসভা এলাকায়। শাহিনবাগও ওই বিধানসভা কেন্দ্রের ভিতরেই। বিজেপিতে যোগদানের পরে শাহজাদের দাবি, ‛কংগ্রেস গত ৭০ বছরে মুসলিমদের কম ক্ষতি করেনি। অথচ সংখ্যালঘু-বিরোধী দলের তকমা সেঁটে দেওয়া হয়েছে বিজেপির গায়ে।’

আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকের আশঙ্কা, আগামী দিনে এখানে যাতে সিএএ-এনআরসি বিরোধী আন্দোলন দানা বাঁধতে না-পারে, তার জন্য আগাম চাল দিয়ে রাখল বিজেপি। প্রথমত, এতে এলাকার বাসিন্দাদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস তৈরি হবে। দ্বিতীয়ত, প্রতিবাদ হলেও, কথা বলার জন্য প্রতিনিধি হিসেবে ডাক পড়বে শাহজাদদের। এক আন্দোলনকারীর কথায়, ‛সবই রাজনীতির খেলা।’

 

 

Leave a Reply

error: Content is protected !!