দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘আন্দোলনের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ নেই’, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাল্টা চিঠি দিলেন আন্দোলনরত কৃষকরা। কৃষক আন্দোলন নিয়ে কদিন আগে মোদী অভিযোগ করেছিলেন যে তাদেরকে বিরোধীরা চক্রান্ত করে আন্দোলনে নামিয়েছে। এবার সেই অভিযোগ উড়িয়ে কৃষকরা জানালেন যে তাঁদের আন্দোলনের সঙ্গে রাজনৈতিক যোগ নেই
শনিবার রাতে সরকারকে একটি চিঠি দিয়েছেন আন্দোলনকারীরা। লিখেছেন, “আমাদের দাবিগুলি খতিয়ে দেখলেই বুঝতে পারবেন এই আন্দোলনের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ নেই। বারবার প্রধানমন্ত্রীও এই অভিযোগ করেছেন। কিন্তচু আমাদের আন্দোলনের সঙ্গে রাজনৈতিক দলের কোনও যোগাযোগ নেই।” তাঁদের আরও অভিযোগ, কৃষিমন্ত্রী লেখা চিঠির সঙ্গে আসল আইনের কোনও মিলই নেই। সরকারের চিঠিতে দাবি করা হয়ছিল, এই আইন কার্যকর হলে কৃষকদের জমি কেউ কেড়ে নেবে না। অথচ চুক্তি-২০২০ অন্য কথা বলছে।