দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নতুন বিপদে রিপাবলিক টিভির সম্পাদক-সাংবাদিক অর্ণব গোস্বামী। অর্ণব সহ আরও দু’জনের বিরুদ্ধে একটি পুরনো মামলা ফের তদন্ত শুরু করছে মহারাষ্ট্র সরকার। ২০১৮ সালের মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছিল সিআইডি।
অভিযোগ, অর্ণব গোস্বামী সহ দু’জন বকেয়া টাকা শোধ না করায় ঋণে জর্জরিত মুম্বাইয়ের স্থাপত্য ও ইন্টিরিয়র ডিজাইনিং ফার্ম কনকর্ড ডিজাইনিং-এর ম্যানেজিং ডিরেক্টর আনভে নায়েক এবং তাঁর মা দু’বছর আগে আত্মহত্যা করতে বাধ্য হন।
আনভে নায়েকের কন্যা অদন্যার অভিযোগ, তাঁর বাবা ও ঠাকুমা আত্মহত্যা করতে বাধ্য হন, অর্ণব গোস্বামীর হয়ে রিপাবলিক টিভি-র দাবি, সব পাওনা পরিশোধ করে দেওয়া হয়েছিল। এই মামলাটির ফের তদন্তের নির্দেশ দিয়েছে উদ্ভব ঠাকরে সরকার।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ একটি ট্যুইটে লেখেন, অদন্যা নায়েক অভিযোগ করেছেন, আলিবাগ পুলিশ অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভির থেকে পাওনা পরিশোধের তদন্তই করেনি বলে ২০১৮ সালে তাঁর শিল্পপতি বাবা এবং ঠাকুমা আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন।
২০১৮-র মে মাসে মুম্বাইয়ের রায়গড় জেলার আলিবাগের বাংলোতে কুমুদ নায়েকের সঙ্গে আনভে নায়েককে মৃত পাওয়া যায়। অর্ণব গোস্বামী তাঁর বাবার পাওনা ৮৩ লক্ষ টাকা দেননি। তার কোনও তদন্তও করেনি পুলিশ।
রায়গড়ের পুলিশ সুপার অনিল পরস্কর বলেছেন, আত্মহত্যায় প্ররোচনার ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করেছিলাম। গত বছর এপ্রিলে আদালতে রিপোর্ট দিয়ে জানাই, চার্জশিট দাখিল করার মতো যথেষ্ট প্রমাণ হাতে নেই। পুলিশের সন্দেহ, আনভে মাকে হত্যা করে পরে আত্মহত্যা করেছেন।
ইংরেজিতে লেখা সুইসাইড নোটে ছিল, আনভে ও তাঁর মা চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাতে রিপাবলিক টিভি, আইকাস্ট এক্স ও স্কিমিডিয়ার ফিরোজ শেখ এবং স্মার্ট ওয়ার্কসের নীতীশ সারদার নাম ছিল। জানা যায়, তিন সংস্থার কাছে যথাক্রমে ৮৩ লক্ষ, ৪ কোটি এবং ৫৫ লক্ষ টাকা পেত কনকর্ড ডিজাইনস।