দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: শীতলকুচি নিয়ে উস্কানি মন্তব্য করার জেরে বিজেপি নেতা রাহুল সিনহার প্রচারে ৪৮ ঘন্টা নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। আজ ১২ টা থেকে ১৫ এপ্রিল বেলা ১২ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।‘কেন্দ্রীয় বাহিনীকে উস্কানি’ ও প্ররোচণামূলক মন্তব্যের কারণেই রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন।
উল্লেখ্য, গতকাল সোমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারের ওপর ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এই নিষেধাজ্ঞার জেরে সোমবার রাত ৮ টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত প্রচার করতে পারবেন না তিনি।