দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পুদুচেরি বিধানসভায় পাস হয়ে গেল নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব। পুদুচেরিই প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল যেখানে এই প্রস্তাব পাস করা হল। এর আগে পাঁচ রাজ্যে এই প্রস্তাব পাস হয়েছে।
বুধবার পণ্ডিচেরি বিধানসভায় পাস হয়ে গেল সিএএ বিরোধী প্রস্তাব। বিধানসভার বিশেষ অধিবেশনে এই প্রস্তব পাস করানো হয়। যদিও এই প্রস্তাব পাসের সময় বিধানসভা অধিবেশন বয়কট করেছিল অল ইন্ডিয়া এনআর কংগ্রেস এবং এআইডিএমকে-র বিধায়করা।
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ