Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

পুলওয়ামায় শহিদ সেনা বাবলু সাঁতরাকে সম্মান, উলুবেড়িয়ায় বসানো হল মূর্তি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে পুলওয়ামা কাণ্ডে শহিদ হন সেনা জওয়ান বাবলু সাঁতরা। আজ বাউরিয়া থানার চককাশিতে এক অনুষ্ঠানে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বাবলু সাঁতরার স্মৃতিতে তাঁর বাড়ির কাছে পূর্ণাবয়ব মূর্তি বসানো হল। রবিবার সকালে উলুবেড়িয়া পুরসভার পক্ষ থেকে কাঞ্চনবাণী সিনেমা হলের কাছে তাঁর মূর্তির উদ্বোধন করেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক পুলক রায়। এর পাশাপাশি বাউরিয়ার কাঞ্চনবাণী সিনেমা হল থেকে গঙ্গারঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার নতুন নামকরণ করা হয় শহিদ বাবলু সাঁতরা সরণি।

 

Leave a Reply

error: Content is protected !!