Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

শুরুতেই ধাক্কা, দুর্নীতির দায়ে শপথ গ্রহণের তিনদিনের মাথায় নীতিশের মন্দ্রীসভা থেকে পদত্যাগ শিক্ষা মন্ত্রীর!

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মাত্র তিন দিন আগে শপথ নিয়েছিলেন। শপথ নেওয়ার পরই শিরোনামে স্থান করে নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় হয়েছিলেন ট্রোল। আর এবার শপথগ্রহণের তিনদিনের মাথায় পদত্যাগ করতে বাধ্য হলেন বিহারের শিক্ষামন্ত্রী মেওয়ালাল চৌধুরী। যদিও জেডিইউর বিধায়ক মেওয়ালাল চৌধুরীকে সরে যেতে হল আরজেডির আনা এক দুর্নীতির অভিযোগের চাপে।

জেডিইউর বিধায়ক মেওয়ালাল চৌধুরী তারাপুর থেকে বিধায়ক হিসাবে নির্বাচিন হয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে রয়েছে ৭ বছর পুরোনো একটি ফৌজদারি মামলা। সেই মামলায় এখনও বেকসুর খালাস পাননি মেওয়ালাল। তাই তিনি দায়িত্ব গ্রহণের পরই দুর্নীতি নিয়ে সরব হয় আরজেডি। এরপরই বাধ্য হয়ে পদত্যাগ করতে হয় মেওয়ালালের।

এদিকে শুধু মেওয়ালাল নন, সদ্য শপথ নেওয়া বিহারের আটজন মন্ত্রী ফৌজদারি মামলায় বিচারাধীন। ওই আটজন মন্ত্রী শপথপত্রে নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার ঘোষণা করেছেন। জানিয়েছে বিহার ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস।

 

Leave a Reply

error: Content is protected !!