Wednesday, November 20, 2024
কবিতাফিচার নিউজ

ওরে হত্যা নয় আজ ‛সত্যাগ্রহ’, শক্তির উদ্‌বোধন : কাজী নজরুল ইসলাম

ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’, শক্তির উদ্‌বোধন।

ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’, শক্তির উদ্‌বোধন।

এই দিনই ‘মীনা’-ময়দানে

পুত্র-স্নেহের গর্দানে

ছুরি হেনে খুন ক্ষরিয়ে নে

রেখেছে আব্বা ইব্‌রাহিম্ সে আপনা রুদ্র পণ!

ছি ছি! কেঁপো না ক্ষুদ্র মন!

আজ জল্লাদ নয়, প্রহলাদ সম মোল্লা খুন-বদন!

ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’, শক্তির উদ্‌বোধন।

– কাজী নজরুল ইসলাম

প্রেম, দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম তাঁর ‘কোরবানি’ কবিতায় এভাবেই কুরবানির মাহাত্ম্য বর্ণনা করে গেছেন। বলে গেছেন কোরবানির ত্যাগ ও বীরত্বগাথার কথা।

Leave a Reply

error: Content is protected !!